মাতুয়াইল ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থা উন্নত। এখানে অধিকাংশ স্থানে মেইন রাস্তা ও সাব রাস্তা আছে। মেইন রাস্তা গুলো পাকা এবং এতে ভাড়ী যানবাহন যাতায়াত করে। সাব রাস্তাগুলোও অধিকাংশ পাকা হাতে গনা কয়েকটি রাস্তা কাচা। এসব সাব রাস্তায় হালকা যানবাহন প্রয়োজনে ভাড়ী যানবাহন চলাচল করে। মেইন রাস্তায় বাস, ট্রাক, দোতলা বাস, মিনি বাস অন্যান্য যাবতীয় বাস চলাচল করে। যানবাহনের সুবিদার্থে আন্ডারগ্রাউন্ড ব্রিজ, ওভার ব্রিজ প্রভৃতি ব্যবহার করা হয়। অতিরিক্ত যানযট নিরসনের জন্য আমাদের প্রধান মন্ত্রী শেখ সুলতানার কামাল সেতু ও তৈরী করেছেন। এছাড়াও কিছু কিছু জায়গায় নদীপথও আছে। উক্ত নদীপথে বিশেষ করে বর্ষা মৌসুমে ছোট, নৌকা, বড় নৌকা প্রভৃতি দিয়ে যাতায়াত করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস